IBF এর উদ্ভোধন এবং শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠান ‘২০২৫

ইওয়াতে বাংলাদেশী ফোরামের (IBF) উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য সিরাত মাহফিল, IBF এর উদ্ভোধন এবং শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠান ‘২০২৫ সম্পন্ন হয়।

বর্নাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা সাবের আহমদ, খতিব, বাইতুল আমান মসজিদ কমপ্লেক্স। সায়তামা, জাপান। সভাপতিত্ব করেন ড. মোঃ আশরাফুল আলম, পোস্ট ডক্টরাল গবেষক, ইওয়াতে বিশ্ববিদ্যালয়, জাপান এবং খতিব, মসজিদ আল-তাওহীদ, মরিওকা, জাপান।প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় মসজিদ আল-তাওহীদ, মরিওকা, জাপানে।
দুপুর ১২টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয়।অনুষ্ঠান সূচিতে ছিল - ১২:১৫ - একত্রে জোহরের নামাজ আদায়। - ১২:৩০ – কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান, শিশু কিশোরদের হামদ-নাত পরিবেশন এবং পারস্পরিক গঠনমূলক আলোচনা ও পরিচিতি। - ২:০০ - আসরের নামাজ আদায় এবং দুপুরের খাবার পরিবেশন।
- ৩:০০ - ৪:০০ - প্রধান অতিথির আলোচনা। আলোচনার বিষয়: রাসূল (সা.) এর জীবনের আলোকে ইসলামে ঐক্য ও সব ক্ষেত্রে সবাই একতাবদ্ধ থাকার গুরুত্ব।- রাসূল (সা.) এর সময়ে যেভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং কমিউনিটি/ফোরাম পরিচালনা করতেন।- ইসলামে ভ্রাতৃত্বের গুরুত্ব এবং নির্দেশনা। - সন্ধ্যা ৪:৩০ টা - মাগরিবের নামাজ - সন্ধ্যা ৫:০০ থেকে: - সবার জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব।
- ইওয়াতে বাংলাদেশী ফোরামের আনুষ্ঠানিক উদ্ভোধন। - সন্ধ্যা ৭:০০ টা - একত্রে এশার নামাজ আদায় এবং সবশেষে বিভিন্ন ধরনের বাংলাদেশী ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা পরিবেশন এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, গল্প করা।
IBF তথা ইওয়াতে বাংলাদেশী ফোরাম আনুষ্ঠানিকভাবে ইওয়াতে প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশীদের কমিউনিটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।





Comments